আন্তঃ স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা- ২০২৫
📅 তারিখ: ২৮ মে ২০২৫, বুধবার
📍 স্থান: অডিটোরিয়াম, জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (বাংলা ও ইংলিশ ভার্সন)
🎙 আয়োজক: জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
🤝 সহযোগিতায়: NDFBD, খুলনা
আসসালামু আলাইকুম,
আজ ২৮ মে ২০২৫, বুধবার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো আন্তঃ স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের বাংলা ও ইংলিশ ভার্সনের স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা।
প্রতিযোগিতাটি দুইটি পর্যায়ে বিভক্ত ছিল- স্কুল এবং কলেজ পর্যায়। প্রতিটি পর্বে অংশগ্রহণকারী দলসমূহ সরকারি ও বেসরকারি দলের ভূমিকায় তাদের যুক্তি উপস্থাপন করেন।
🏫 স্কুল পর্যায়ে বিতর্ক:
বিষয়: "এই সংসদ মনে করে যে, শুধু শ্রমশক্তি রপ্তানি নয়, উদ্যোক্তা সৃষ্টি-ই দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করে।"
সরকারি দল: বাংলা ভার্সনের শিক্ষার্থীরা
বেসরকারি দল: ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা
ফলাফল: তাদের যুক্তিপূর্ণ উপস্থাপনার মাধ্যমে বাংলা ভার্সন বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয়।
শ্রেষ্ঠ বক্তা: খন্দকার তাহসিন (নবম শ্রেণী, বিজ্ঞান বিভাগ, বাংলা ভার্সন)
🎓 কলেজ পর্যায়ে বিতর্ক:
বিষয়: "এই সংসদ মনে করে যে, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর শাস্তি-ই একমাত্র সমাধান।"
সরকারি দল: ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা
বেসরকারি দল: বাংলা ভার্সনের শিক্ষার্থীরা
ফলাফল: ইংলিশ ভার্সন যুক্তির দৃঢ়তায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয়।
শ্রেষ্ঠ বক্তা: কানিজ ফাতেমা (একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, বাংলা ভার্সন)
👨⚖ বিচারক মণ্ডলী:
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন NDFBD, খুলনা-এর সম্মানিত পরিচালকবৃন্দ:
১। মো: আল আমিন আকাশ
২। এস. এম. মোসাব্বের হোসেন
৩। মোঃ শাহাদাৎ হোসেন
৪। আশীষ কুমার মণ্ডল
🎉 সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ:
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা রাসেল আর রশিদ স্যার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং সবাইকে বিতর্কচর্চার মাধ্যমে যুক্তিনির্ভর নেতৃত্ব গঠনের আহ্বান জানান।
আন্তরিক অভিনন্দন বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে। বিতর্কের মঞ্চে যুক্তির আলোয় আলোকিত হয়ে ভবিষ্যতের নেতৃত্ব তৈরির এই যাত্রা হোক আরও বেগবান। শুভকামনা আগামীর পথচলার জন্য।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com